পুনর্দখল হওয়া জায়গা উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিন ঢাকার সোয়ারিঘাট এলাকার বুড়িগঙ্গা তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে সংস্থাটির উচ্ছেদকারী দল অভিযান শুরু করে।
এদিনও বুড়িগঙ্গার উত্তর পাড়ে ইসলামবাগ ও চকবাজার এলাকার সোয়ারিঘাটে বেড়িবাঁধ থেকে নদী তীর দখল করা বেশকিছু বহুতল স্থাপনা গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএর এক্সাভেটর।
এ সময় স্থানীয়রা দাবি করেন, এসব জায়গা তারা কিনে রেজিস্ট্রেশন করেছেন এবং সীমানা পিলারের পর গিয়ে ঘরবাড়ি করেছেন। প্রতি বছর জায়গায় বিপরীতে সরকারকে তারা খাজনা দিচ্ছেন বলেও দাবি করেন। উচ্ছেদ করা জায়গায় জন্য সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করেন।
তবে বিআইডব্লিউটিএ জানায়, ২০১২ সালে জেলা প্রশাসন ও গণপূর্ত অধিদফতর ভুল চিহ্নিত জায়গায় সীমানা পিলার বসিয়েছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে ২০১৬ সালে যৌথ জরিপ অনুযায়ী নতুন চিহ্নিত জায়গায় স্থায়ী সীমানা পিলার বসাতেই তারা উচ্ছেদ করছেন। এ ক্ষেত্রে তাদের চিহ্নিত জায়গার মধ্যে থাকা সবাইকে দখলদার হিসেবে বিবেচিত করেই তারা অভিযান চালাচ্ছে বলে জানান।
Development by: webnewsdesign.com