সতর্ক প্রহরায় সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর একজন সদস্য

সোমালিয়ার হোটেলে গাড়ি বিস্ফোরণ

রবিবার, ২৩ অক্টোবর ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ

সোমালিয়ার হোটেলে গাড়ি বিস্ফোরণ
apps

সোমালিয়ার বন্দর শহর কিসমায়োতে বিস্ফোরকভর্তি একটি গাড়ি একটি হোটেলের গেটে আঘাত করেছে। এর আগে এই শহরে বন্দুকের গুলিতে কমপক্ষে তিনজন নিহত হন।

সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত্ব জাতীয় টেলিভিশনের টুইটারে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী ‘সন্ত্রাসী ঘটনা’ মোকাবিলা করছে। কিসমায়ো পুলিশের একজন ক্যাপ্টেন রয়টার্স নিউজ এজেন্সিকে বলেন, তাওয়াক্কাল হোটেলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ফারাহ মোহাম্মদ নামে একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, তিনজন নিহতের পাশাপাশি আহত আটজনকে কিসমায়ো হাসপাতালে নেওয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে।’ তবে হামলার জন্য কারা দায়ী তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি।

Development by: webnewsdesign.com