নোয়াখালীর সোনাইমুড়িতে এক গৃহকর্মীকে (১৫) নির্যাতন ও বাসায় আটক রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে বুধবার সকালে সোনাইমুড়ি থানায় গৃহকর্মী দিলরুবা আক্তার তুহিনসহ চার জনের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা হয় (মামলা নং- ১৮। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিনকে গ্রেফতার করেছে।
সোনাইমুড়ি থানা পুলিশ জানায়, শারমীন আক্তার নামে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে নির্যাতন, জোরপূর্বক দেহব্যবসা ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে সোনাইমুড়ি থানায় মানব পাচার আইনে মামলা হয়। পুলিশ এ ঘটনায় দিলরুবা আক্তার তুহিন নামে এক নারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। এর আগে পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করা হয়।
ভুক্তভোগী জানান, অভিযুক্ত গৃহকর্তী দিলরুবা আক্তার তুহিন তার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে তাকে নিয়ে যায়। কিছুদিন পর অপরিচিত লোকজন এনে অনৈতিক কাজে বাধ্য করে। প্রতিবাদ করলে শারীরিক ও মানসিক নির্যাতন করে কক্ষে আটকে রাখা হতো। একপর্যায়ে চেতনানাশক খাইয়ে যৌন কাজে বাধ্য করা হতো। পরবর্তীতে তিনি পালিয়ে যান।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, গৃহকর্মী শারমীন নামে এক কিশোরীকে বাসায় আটকে রেখে নির্যাতন ও দেহ ব্যবসা করানোর অভিযোগে দিলরুবা আক্তার তুহিনসহ চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়। পুলিশ তুহিনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com