তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেড় মাস পেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে বিভিন্ন বিচিত্র কর্মকাণ্ডের কারণে শিরোনামে এসেছে রক্ষণশীল সংগঠনটি। এবার সরকারি অফিসে সেলফি তুলে প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ইয়াকুবের রোষানলে পড়েছে তালেবান। সরকারি অফিসে তালেবান সদস্যদের সেলিফ তোলার বিষয়টি ’ভীষণ আপত্তিকর’ বলে অভিহিত করেছেন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এক অডিও বার্তায় মোল্লা ইয়াকুব আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কয়েকজন তালেবান সদস্যের অসদাচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। সেখানে বিভিন্ন বিষয়ের সঙ্গে সেলফি তোলার প্রসঙ্গও উঠে এসেছে।
এ ব্যাপারে ওই অডিও বার্তায় মোল্লা ইয়াকুব বলেছেন, সবাই যেভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মন্ত্রণালয়ে বসে বিনা কারণে মোবাইল ফোন বের করে সেলফি তুলছে তা ভীষণ আপত্তিকর। এই ধরনের ছবি ও ভিডিও ইহকালে কোনো উপকারে আসবে না। এমনকি এতে পরকালেও কোনো লাভ হবে না।
এ সময় তালেবান সদস্যদের সতর্ক করে দিয়ে মোল্লা ওমর বলেন, তাদের আমরা দায়িত্ব থেকে অব্যহতি দেব কিংবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মীর আমাদের দরকার নেই।
এ ধরনের কর্মকাণ্ড একদম সহ্য করা হবে না বলে জানিয়েছেন মোল্লা ইয়াকুব। এদিকে, এখন পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি পায়নি রক্ষণশীল সংগঠনটি। তালেবান সরকার বিশ্বে স্বীকৃতি পাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে।এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছিল তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ছাড়াও রয়েছে প্রতিবেশী পাকিস্তান ও তুরস্কের নাম। তবে এখন পর্যন্ত কোনো দেশই তালেবানকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি।
Development by: webnewsdesign.com