গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশ পরিচয়ে বিয়ে করতে গিয়ে শহিদুল ইসলাম নামের এক প্রতারক ধরা পড়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়েছে সে।
পুলিশ জানায়, শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রামে পুলিশ অফিসার সেজে এক তরুণীকে বিয়ে করতে যায় শহিদুল। কিন্তু তার আগের বিয়ে ও ভুয়া পুলিশ পরিচয়ে বিয়ের ঘটনাটি জানাজানি হয়ে যায়।
চতুর শহিদুল তা জানতে পেরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়। পুলিশ শনিবার দুপুরে তাকে গোবিন্দগঞ্জ শহরের মায়ামনি মোড় থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, শহিদুল গোবিন্দগঞ্জের বিষ পুকুর এলাকার বাসিন্দা। সে নানা পরিচয়ে একাধিক বিয়ে করে। এ নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলাও আছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, শহিদুলের বিরুদ্ধে পুলিশ, সেনা সদস্য, র্যাব ইত্যাদি পরিচয়ে গোবিন্দগঞ্জে তিনটি ও অন্য এলাকায় আরও দুটি বিয়ে করে। এসব অপকর্মের জন্য দীর্ঘদিন পুলিশ তাকে খুঁজছিল।
Development by: webnewsdesign.com