১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে “ডিজিটাল বাংলাদেশ অর্জন,উপকৃত সকল জনগণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার নব নির্বাচিত মেয়র আবু নাছের ভিপি দুলাল।বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি,অফিসার ইনচার্জ (তদন্ত) ইমদাদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দীন,উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান,মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সফি উল্ল্যা,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জুনাইদ আলম,পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।
উল্লেখ্য যে, অনুষ্ঠেয় সেমিনার শুরুর পূর্বে আগত অতিথিবৃন্দ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন।
Development by: webnewsdesign.com