সেনবাগে কানুচর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহযোগিতা প্রদান

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | ৫:৪১ অপরাহ্ণ

সেনবাগে কানুচর সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ১ লক্ষ টাকা সহযোগিতা প্রদান
apps

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির ৭নং ওয়ার্ড কানুচর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে দুই ব্যক্তির বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণের জন্য এক সহযোগিতা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল ১০টায় কানুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সহযোগিতা প্রদান অনুষ্ঠানে আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও মাস্টার আমির হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জসীম উদ্দীন ভূঁইয়া।

 

আরো বক্তব্য রাখেন কানুচর সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ আবুল বাশার, মাহফুজ আহমেদ বিএসসি, মাওলানা ইয়াসিন আরাফাত,আবুল কাশেম,এডভোকেট আনোয়ার হোসেন,মোখলেছুর রহমান,কানুচর সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শফিকুর রহমান,ক্যাশিয়ার মনির আহমদ,দৈনিক আলোকিত সকাল পত্রিকার নোয়াখালী ব্যুরো চীফ মোঃ ফখর উদ্দিন,কানুচর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী বেলাল হোসেন ও নোয়াখালী টিভির প্রতিনিধি নোমান সিদ্দিক সহ প্রমুখ।

এরপর অগ্নিকাণ্ডে বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণের জন্য কানুচর সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মোঃ রুস্তম আলীর হাতে ৭০ হাজার টাকার চেক ও মোঃ ইউছুফ আলীর হাতে ৩০ হাজার টাকার চেক মোট এক লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।সবশেষে এ সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Development by: webnewsdesign.com