সেনবাগের নবীপুর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১ | ৩:২১ অপরাহ্ণ

সেনবাগের নবীপুর ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত ঘোষণা
ছবি-সংগৃহীত
apps

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নোয়াখালীর সেনবাগ উপজেলার ৯নং নবীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন মাননীয় হাইকোর্টের আদেশে ছয় মাসের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন।বুধবার (১৭ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ এর সহকারী সচিব মোহাম্মদ আশরাফুর রহমান স্বক্ষরিত এক চিঠি নং-১৭,০০,০০০০,০৭৯,৪১,০৩৯,২১-৫৩১ এর মাধ্যমে নিশ্চিত করা হয়।

চিঠিতে জানানো হয়, মাননীয় হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ৯৬৮৬/২০২১ এর ০২ নভেম্বর ২০২১ এর আদেশের প্রেক্ষিতে আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য স্থগিত রাখার আইনগত বাধ্যবাধকতা রয়েছে মর্মে মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

Development by: webnewsdesign.com