মালয়েশিয়ায় মিডিয়া মার্কেটিং বিষয়ে লেখাপড়া নিয়ে দেশের বাহিরে ব্যস্ত থাকায় অভিনয় থেকে দূরে ছিলেন লাক্স তারকা’ খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি পড়াশুনা শেষ করে দেশে ফিরেন এই অভিনেত্রী। ফিরেই ব্যস্ত হয়ে পড়েন অভিনয়ে।
হঠাৎ মাংসপেশিতেও ব্যথা শুরু হয়। ব্যথার মাত্রা বেশি হওয়ার কারণে চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানিয়ে দিয়েছেন, আপাতত কোনও কাজ নয়, বেশ কয়েকটা দিন শয্যাশায়ী থাকতে হবে। ৩০ জানুয়ারি থেকে বিশ্রামে আছেন। ফারিয়া জানান, ‘এক মাসে চারটি খণ্ড নাটক ও একটি ধারাবাহিক নাটকের শুটিং করলাম। অনেক দিন বিরতির পর টানা কাজ শুরুর কারণে এমনটা হয়েছে। তাই আপাতত শুটিং থেকে বিরতি।’
ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ তিনি। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।
Development by: webnewsdesign.com