সুসময় চলছে জনপ্রিয় চিত্রনায়িকা কেয়ার 

মঙ্গলবার, ১৪ জুন ২০২২ | ১:৪৮ অপরাহ্ণ

সুসময় চলছে জনপ্রিয় চিত্রনায়িকা কেয়ার 
apps

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়ার সুসময় চলছে এখন। যে সময় অনেকের হাতে নেই সিনেমার কাজ। সেই সময়ে কেয়া একের পর এক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ‘জল জোছনায়’ নামের নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এটি পরিচালনা করছেন মেহেদী হাসান। গত সপ্তাহ থেকে গাইবান্ধার একটি লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছেন কেয়া।

গ্রামীণ পটভূমির গল্পের সিনেমাটিতে কেয়ার চরিত্রের নাম ‘জুলেখা’। এই সিনেমা নিয়ে কেয়া বলেন, পুরোপুরি গ্রামের গল্পের সিনেমা এটি। এ ধরনের সিনেমায় সচরাচর কম অভিনয় করেছি আমি। তবে এটির গল্পই আমাকে এতে অভিনয়ে আগ্রহী করে তুলেছে। পুরো সিনেমার শুটিং শেষ করেই ঢাকায় ফিরব। আশা করছি এটি ভালো একটি সিনেমা হবে দর্শকের জন্য।

এদিকে গত সপ্তাহে একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘লাকিয়ার মা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন কাজী সোহাগ। এটি আগামী ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। কেয়া অভিনীত একাধিক সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এগুলো হলো ‘ইয়েস ম্যাডাম’, ‘বনলতা’, ‘কথা দিলাম’ ও ‘সীমানা’। এছাড়া নাটকে বর্তমানে অভিনয়ের একাধিক প্রস্তাব আছে তার কাছে। টিভি বিজ্ঞাপনেও নিয়মিত দেখা যাচ্ছে তাকে। সব মিলিয়ে অভিনয় ক্যারিয়ারের সুবিধাজনক স্থানে রয়েছেন তিনি।

Development by: webnewsdesign.com