সুবিচার নিশ্চিতের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে : আইন উপদেষ্টা

শনিবার, ১৪ জুন ২০২৫ | ৩:০১ অপরাহ্ণ

সুবিচার নিশ্চিতের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে : আইন উপদেষ্টা
apps

ন্যায় বিচার নিশ্চিতে বিচারকদের প্রশিক্ষণ দেয়াসহ নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার আয়োজিত লিগ্যাল এইড বিষয়ক মতবিনিময় সভায় তিনি একথা জানান।

তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার নিশ্চিত ও মানুষকে মামলার অভিশাপ থেকে মুক্তি দিতে আইন মন্ত্রণালয় কাজ করছে।

আইন উপদেষ্টা বলেন, দেশে বছরে ৫ লাখ মামলা দায়ের করা হয়। এর মধ্যে লিগ্যাল এইডে ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। এই হার ২ লাখে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এতে মামলার সংখ্যা ৪০ শতাংশ কমবে। মামলা নিষ্পত্তিতে একজন বিচারের জায়গায় ৩ জন বিচারক নিয়োগ দেয়া হবে।

Development by: webnewsdesign.com