গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানে ২৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। সূত্র জানায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ সুনামগঞ্জ ক্যাম্প এর একটি অভিযানে ২৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে। গত ১৩ মার্চ ২০২২ তারিখ রাত সাড়ে আটটার সময় গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন ইসলামপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৩৮ বোতল বিদেশী মদ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে, এসব মাদক যুব সমাজকে ধ্বংস করা সহ চোরাচালানের উদ্দেশ্যে অসাধু কিছু ব্যক্তির মাধ্যমে আনা হয়। র্যাব-৯ মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সুনামগঞ্জের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তি
Development by: webnewsdesign.com