সুনামগঞ্জ থেকে বিপুল পরিমান পাতার বিড়িসহ গ্রেফতার ১

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ৩:২৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ থেকে বিপুল পরিমান পাতার বিড়িসহ গ্রেফতার ১
apps

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা এলাকা থেকে ভারতীয় বিপুল পরিমান পাতার বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে পাতার বিড়ি উদ্ধার ও আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার জুগিরগাঁও গ্রামের আফতা মিয়ার পুত্র জসিম উদ্দিন (৩৫)।

র‌্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে দোয়ারাবাজার থানার জুগিরগাঁও গ্রামে জুগিরগাঁও পয়েন্টস্থ আলী হোসেনের দোকানের সামন থেকে মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪২ হাজার পিস পাতার বিড়ি উদ্ধার ও জব্দ করা হয়েছে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৫/ র‌্যাব-৯ নিউজ

Development by: webnewsdesign.com