সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে বিদেশী মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। শনিবার রাত পৌনে ৯ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ সদর থানার নারায়নতলা গ্রামের মো: মোস্তাক মিয়ার পুত্র মো: মামুন মিয়া (২০) ও একই গ্রামের আব্দুল মুতলিবের পুত্র মনির হোসেন (১৯)।
র্যাব-৯ জানায়, শনিবার (৬ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর একটি আভিযানিক দল এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানার আইমাগাঁও এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মামুন মিয়া ও মনির হোসেনকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৭
Development by: webnewsdesign.com