সুনামগঞ্জ থেকে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম, মো: শাহীনুর মিয়া (২৫)। সে সুনামগঞ্জ সদর থানার চিনাউড়া গ্রামের মো: হানিফ মিয়ার পুত্র মো: শাহীনুর মিয়া (২৫)।
র্যাব জানায়, শুক্রবার বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন জাহাঙ্গীরনগর ইউপির ইসলামপুর গ্রামস্থ ইসলামপুর কবর স্থানের উত্তর পাশে খলিল মিয়ার বাড়ির সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো: শাহীনুর মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০ বোতল বিদেশী উদ্ধার ও জব্দ করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
Development by: webnewsdesign.com