সুনামগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২

শনিবার, ২৫ জানুয়ারি ২০২০ | ৭:৪০ অপরাহ্ণ

সুনামগঞ্জে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে নিহত ২
apps

সুনামগঞ্জের দিরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দিরাই মদনপুর সড়কের সুজানগর নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী মুমিন (২৪) ও তারেশ দাস (৩২) নামে দুইজন নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একটি মোটরসাইকেল দিরাইয়ের যাওয়ার পথে মদনপুর সড়কে সুজানগর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মুমিন ও তারেশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মুকুল মিয়া নামে একব্যক্তিও আহত হয়েছেন।
দুর্ঘটনার পর থেকে পিকআপ চালক পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ জন মারা গেছেন, এবং পিকআপ চালক পলাতক রয়েছে। চালককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com