সুনামগঞ্জের ছাতক থানা এলাকা থেকে বিপুল পরিমান পাতার বিড়িসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৫) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার ছাতক থানার চড়কালিদাস গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র মো: আব্দুল মোসাব্বির (৭০) ও একই থানার উত্তরকুরশি গ্রামের মৃত সোনাফর আলীর পুত্র ফিলোজ আলী (৫০)।
র্যাব জানায়, রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন চরমহল্লা ইউপির চড়কালীদাস গ্রামস্থ কোনাহাড়া নামক স্থানে মোঃ আব্দুল মোসাব্বির এর বাড়ির পিছনের কাচা রাস্তার উপর ও দোলার বাজার ইউপির উত্তর কুরশি গ্রামস্থ তালুকদার বাড়ীর ফিরোজ আলীর বসত ঘরে অভিযান পরিচালনা করে মোট ৪ লাখ ১২ হাজার পিছ ভারতীয় পাতার বিড়ি ও ১টি প্রাইভেটকার জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল মোসাব্বির ও ফিরোজ আলীকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৬
Development by: webnewsdesign.com