সুনামগঞ্জের ১৯ ইউনিয়নে নির্বাচন কাল  

শনিবার, ২৭ নভেম্বর ২০২১ | ৬:০৫ অপরাহ্ণ

সুনামগঞ্জের ১৯ ইউনিয়নে নির্বাচন কাল  
apps

নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে মিছিল-শোডাউনে উত্তেজনা, পোস্টার ছেঁড়ার ঘটনা, কেন্দ্র দখলের আশঙ্কায় সুনামগঞ্জ সদর উপজেলার ১৯টি কেন্দ্র দখল হওয়ার আশঙ্কায় রয়েছেন প্রার্থীরা।

সুনামগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা কেন্দ্র দখলের ও সংঘাতের আশঙ্কা ব্যক্ত করে লিখিত আবেদন দিয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের মঙ্গলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরুজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোদীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঙ্গারচর ইউনিয়নের বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃন্দাবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোল্লাপাড়া ইউনিয়নের আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোয়াছুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলো দখল হওয়ার শঙ্কায় প্রার্থীরা লিখিত আবেদন দিয়েছেন।

তিনি আরও বলেন, আসলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা একে অপরের বাড়ির কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা কেন্দ্র দখল হতে পারে এমন আশঙ্কা করে লিখিত দিয়েছেন। আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব।

অন্যদিকে নির্বাচনের প্রচারণার শেষদিনে এসেও অভিযোগের শেষ ছিলনা প্রার্থীদের। সুনামগঞ্জ সদর উপজেলা গৌরারং ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছালমা আক্তার চৌধুরী বলেন, শুক্রবার সকালে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী ফুল মিয়া তার মানুষরে দিয়া আমার পোস্টার ছিড়াইছে আর সমর্থকদের মারছে, আমি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেছি।

তবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কথা মিথ্যা বানোয়াট দাবি করে স্বতন্ত্র প্রার্থী ফুল মিয়া বলেন, বৃহস্পতিবার রাতে আমাকে আর আমার লোকদের নৌকা ও জাতীয় পার্টির লোকজন মারধর করেছে তারা আমার পোস্টার ছিড়েছে, তারা ফেয়ার প্লে মাঠ দেয়নি, আমিও নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছি।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর রবিবার সুনামগঞ্জের সদর ও শান্তিগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার মধ্যরাত থেকেই সবধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার দুইটি উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০৬ জন, সংরক্ষিত সদস্য পদে ২১১ জন ও সাধারণ সদস্য পদে ৭৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুইটি উপজেলার মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ৫৯৪ জন। দুইটি উপজেলায় ৪ জন করে ৮ জন রিটার্নিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার ৯ টি ও শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দুইটি উপজেলায় ১৬ টি ইউনিয়নের ১৬১ টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে ও শুধুমাত্র সদর উপজেলার ১ টি ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএমে।
.
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, অবাধ, সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে নেয়া হয়েছে, আশা করছি আগামীকাল ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিবেন।

Development by: webnewsdesign.com