সুনামগঞ্জের দিরাইয়ে ইজিবাইকের ইঞ্জিনের সাথে গায়ের ওড়না পেঁচিয়ে জয়তুন বিবি (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে দশটায় দিরাই শ্যামারচর রোডের চকবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জয়তুন বিবি উপজেলার রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের রুস্তম মিয়ার স্ত্রী।
জানা যায়, তিনি সকালে সিলেটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে রাজানগর বাজারে ইজিবাইক চড়ে দিরাই বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। চকবাজার এলাকায় যাবার পর তার গলায় থাকা ওড়না ইজিবাইকের ইঞ্জিনের সাথে পেঁচিয়ে যাওয়ায় টান খেয়ে গাড়ি থেকে পড়ে অজ্ঞান হন। সাথে সাথে তাকে দিরাই উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জয়তুন বিবিকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Development by: webnewsdesign.com