হারিয়ে যাওয়া পোষা বিড়াল ‘লিও’ কে ফিরে পেলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ | ৩:১৪ অপরাহ্ণ

হারিয়ে যাওয়া পোষা বিড়াল ‘লিও’ কে ফিরে পেলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান
apps

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দের মাস পূর্বে জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের হারানো বিড়াল লিওর সন্ধান পাওয়া গেছে। সোমবার (১৫ নভেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের রায় পাড়া থেকে ছাত্রলীগ নেতা ধীমান চন্দ্র ও তার কয়েকজন বন্ধু মিলে লিওকে আটক করে।

জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, তিনি ঢাকা বাস স্টেশনে রয়েছেন। সকালে সুনামগঞ্জ পৌঁচ্ছে তাহিরপুরে গিয়ে তার প্রিয় পোষা বিড়াল লিওকে আনবেন। তবে এ বিষয়ে আর কিছু বলেন নি জুলিয়া ওয়াসিমান।

লিওকে উদ্ধার করা ধীমান চন্দ্র জানান, হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাঙ্গুয়ার হাওরে মাস খানেক আগে জার্মান নাগরিক জুলিয়া ওয়াসিমান। সাথে ছিল তার প্রিয় বিড়াল লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় লিও। আগেও অনেকবার লিওর মতো বিড়াল গ্রামবাসী উদ্ধার করেছিল।

তবে এদের মধ্যে কোনোটিই লিও ছিল না। আগেও উদ্ধারের খবর পেয়ে জুলিয়া ওয়াসিমান ৬ বার ঢাকা থেকে তাহিরপুরে এসেছেন। তবে এবার উদ্ধার হওয়া বিড়ালটি ‘লিও’ সেটা ছবি দেখে জুলিয়া নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লিওকে উদ্ধার করতে গিয়ে কয়েকজন আহত হয়েছে। গত কয়েকদিন ধরেই আমি সহ আমার বন্ধুরা অনেক চেষ্টা করে লিওকে আজ সুকৌশলে আটক করে খাঁচায় রেখেছি।

এদিকে আমাদের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জানান, সোমবার রাত ১০ টায় তাহিরপুর থানার পাশে রায়পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। লিও নামে পোষা বিড়ালটিকে ধরার সময় রতন রায় নামে এক যুবক আহত হয়েছেন। তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রনধীর রায় এর ছেলে।

পোষা বিড়ালটিকে যখন ধরা হয় জার্মান নারী জুলিয়া ওয়াসিমান তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। সংবাদ পেয়ে সোমবার রাতেই তিনি পোষা বিড়ালটি নেয়ার জন্য ঢাকা থেকে তাহিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

মঙ্গলবার সকাল ৮টায় তিনি মধ্য তাহিরপুর গ্রামের রতন রায় এর বাড়িতে এসে পৌঁছেন। বিড়াল পেয়ে জার্মান নারী জুলিয়া ওয়াসিমান আনন্দে আত্মহারা। পোষা বিড়াল লিওকে কোলে নিয়ে তিনি আদর করেন। সকাল ৯টার দিকে লিওরকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

উল্লেখ্য, গত কিছু দিন আগে পোষা বিড়াল ‘লিও’র সন্ধান চেয়ে তাহিরপুর হেল্পলাইন নামে একটি পেইজে বিজ্ঞপ্তি দেয়া হয় এবং গত শুক্রবার থেকে দুই দিন তাহিরপুরে পোষা বিড়ালের সন্ধান চেয়ে অটো রিক্সা দিয়ে এলাকাজুড়ে মাইকিং করা হয়।

মাইকে প্রচারনার সময় পোষা বিড়াল ‘লিওর’ টোন ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর ধারনকৃত রেকর্ড কথোপকথন প্রচার করা হয়। যেন টোন বুঝতে পেরে পোষা বিড়াল ‘লিওর’ জার্মান নারী জুলিয়া ওয়াসিমান এর কাছে আসতে সহজ হয়।

এ থেকেই তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রতন রায় বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিল। রতন রায় বলেন, পোষা বিড়ালটিকে আটক করতে পারায় তিনি খুবই আনন্দ উপভোগ করছেন।

Development by: webnewsdesign.com