ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এর প্রভাব সীমিত রাখতে এবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদহার বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
৯.৫ শতাংশ থেকে বাড়িয়ে সুদহার ২০ শতাংশ করা হচ্ছে। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। রুবলের মূল্যহ্রাস ও উচ্চ মুদ্রাস্ফীতি ঠেকাতে সুদহার বাড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় বলেছে, কোম্পানিগুলোকে তাদের বৈদেশিক মুদ্রার রাজস্বের ৮০ শতাংশ বিক্রি করতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, রুশ অর্থনীতির সঙ্গে জড়িত বৈদেশিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন এসেছে।
Development by: webnewsdesign.com