সিয়াম-পূজার ‘শান’ পাচ্ছে মুক্তি ফ্রান্সে

বুধবার, ২৫ মে ২০২২ | ৩:০২ অপরাহ্ণ

সিয়াম-পূজার ‘শান’ পাচ্ছে মুক্তি ফ্রান্সে
apps

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পুলিশি অ্যাকশন থ্রিলারধর্মী ‘শান’ এবার মুক্তি পেতে যাচ্ছে ইউরোপের দেশ ফ্রান্সে।

আগামী শুক্রবার (২৭ মে) থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরের গোমো সেন্ট ড্যানি ও পাথে লা ভিলেত হলে ‘শান’ সিনেমাটি প্রদশির্ত হবে। সেখানে সিনেমাটির ডিস্টিবিউশন করছে দেসি এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির কর্ণধার রাব্বানী খান বলেন,আপাতত প্যারিস শহরতলীর দুটি থিয়েটারে মুক্তি দিচ্ছি সিনেমাটি। পরের সপ্তাহে তুলুজে রিলিজের সম্ভাবনা আছে। দুটি হলে প্রথম সপ্তাহে ১৮টি শো দেখানো হবে। দর্শকদের রেসপন্স বাড়লে শো আরো বাড়ানো হবে।

‘শান’-এ নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিয়ামের বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম, কাহিনি সাজিয়েছেন আজাদ খান। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

এর আগে ঈদুল ফিতরে বাংলাদেশ ও মালয়েশিয়াতে একযুগে মুক্তি পায় ‘শান’। মুক্তির পরই দর্শকমহলে সিনেমাটি প্রশংসিত হয়।

Development by: webnewsdesign.com