সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিলেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ বুধবার (২১জুন) সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের পাঠানটুলা ভোটকেন্দ্রে তিনি সস্ত্রীক ভোট দেন৷
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল সহ নেতৃবৃন্দ।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। আমিও ভোট দিলাম। ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। বৃষ্টির যে শঙ্কা ছিল তা আর নেই। আকাশ খুবই পরিষ্কার। আশা করি আমিই জিতবো।
সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Development by: webnewsdesign.com