সিলেট সিকৃবি’র অধ্যাপক ড. মাহফুজুল হকের করোনায় মৃত্যু

মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | ৩:৩৪ অপরাহ্ণ

সিলেট সিকৃবি’র অধ্যাপক ড. মাহফুজুল হকের করোনায় মৃত্যু
apps

ক্যান্সারে স্ত্রী ইশরাত জাহানকে হারানোর এক মাসের মধ্যে মহামারি করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের কৃষি অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম মাহফুজুল হক। মঙ্গলবার বেলা আড়াইটায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। ইন্নালিল্লাহি…রাজিউন।

করোনা আক্রান্ত হওয়ার পর ড. এ এইচ এম মাহফুজুল হককে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার আড়াইটায় তিনি পাড়ি জমান না ফেরার দেশে।

গত ৮ মার্চ তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব ইশরাত জাহান দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Development by: webnewsdesign.com