সিলেট বিশ্বনাথে পুলিশের হাতে প্রেমিকযুগল আটক

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ১০:১৫ অপরাহ্ণ

সিলেট বিশ্বনাথে পুলিশের হাতে প্রেমিকযুগল আটক
apps

প্রতিবেশী কিশোরী কন্যার সাথে মন নেয়া-দেয়া চলছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের আজিজুর রহমানের অপ্রাপ্ত বয়স্ক ছেলে অমর হোসেনের। এক পর্যায়ে গত সোমবার প্রেমিকাকে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান অমর। পালিয়ে যাবার একদিন পর বুধবার দুপুরে বাড়ি ফিরলে প্রেমিক যুুগলকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, পালিয়ে যাবার একদিন পর বাড়ীতেই ফিরে আসে প্রেমিক যুুগল। এ ঘটনায় মেয়ের ভাই বাদী হয়ে অভিযোগ দিলে তাদের গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ শামীম মূসা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিয়মিত মামলা দায়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Development by: webnewsdesign.com