সিলেট বিমুটের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও সার্টিফিকেট বিতরণ

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০ | ৮:০৮ অপরাহ্ণ

সিলেট বিমুটের ৩য় বর্ষপূর্তি উদযাপন ও সার্টিফিকেট বিতরণ
apps

সিলেট নগরীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং (বিমুট) এর কনফারেন্স হলে ৩য় বর্ষপূর্তি উদযাপন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিমুটের ব্যবস্থপনা পরিচালক মোহাম্মাদ ইমরান উদ্দিনের সভাপতিত্বে ডা. এ টিএম গোলাম কিবরিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমুটের চেয়ারম্যান অধ্যাপক ডা: ইকবাল হাসান মাহমুদ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান চিকিৎসা ব্যবস্থা ও রোগ নিরুপণে আল্ট্রাসাউন্ড এর গুরুত্ব অপরিসীম।প্রত্যেক ডাক্তার কে আল্ট্রাসনোগ্রাম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। তিনি চিকিৎসকগণ কে আল্ট্রাসাউন্ড ট্রেনিং গ্রহণের আহবান জানান।

 

 

তিনি বলেন,বর্তমান যুগে আল্ট্রাসনোগ্রাম চিকিৎিসকদের জন্য স্টেথোস্কোপেরমত জরুরী একটাযন্ত্র হয়ে দাঁড়িয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমুটের কোর্স কো-অর্ডিনেটর ও বিশিষ্ট আল্ট্রাসনোলজিস্ট ডা. বিশ্বপ্রিয় দাস,ডা: কাজী ফারাহ ফিরোজ, , ডা. তারিম মাহমুদ এবং বিমুটের শিক্ষার্থীরা।

Development by: webnewsdesign.com