সিলেট পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: সিসি ক্যামেরায় যা দেখা গেল

বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | ১০:৩১ পূর্বাহ্ণ

সিলেট পুলিশ ফাঁড়িতে যুবকের মৃত্যু: সিসি ক্যামেরায় যা দেখা গেল
apps

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান নিহতের ঘটনায় দায়ীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠছে সিলেট।

মঙ্গলবার(১৩ অক্টোবর) দিনভর নগরীর বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।

প্রথম থেকেই মূল অভিযুক্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর দাবি করে আসছেন রায়হানকে পুলিশ ফাঁড়িতে আনা হয়নি। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে তিনি মিথ্যা বলছেন।

ওই ফুটেজে আরো দেখা গেছে, গত শনিবার রাত ৩টা ৯ মিনিট ৩৩ সেকেন্ডে দুটি অটোরিকশা এসে বন্দরবাজার ফাঁড়িতে থামে। সামনের অটোরিকশা থেকে তিন পুলিশের সঙ্গে রায়হানকে নামতে দেখা যায়। তিনি হেঁটে ফাঁড়িতে ঢোকেন। এর প্রায় তিন ঘণ্টা পর সকাল ৬টা ২২ মিনিটে একটি অটোরিকশা আসে বন্দরবাজার ফাঁড়ির সামনে। এর ঠিক দুই মিনিট পর ৬টা ২৪ মিনিট ২৪ সেকেন্ডে দুই পুলিশের কাঁধে ভর করে রায়হানকে অটোরিকশায় তুলতে দেখা যায়। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এদিকে ফুটেজ ছাড়াও রায়হানকে নির্যাতনের বিষয়ে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। নগরীর বন্দরবাজার ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেনের নেতৃত্বে এ নির্যাতন চালানো হয়। ইনচার্জসহ ৭ পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে।

Development by: webnewsdesign.com