সিলেট নগরী থেকে পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৯

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ | ১২:৫১ অপরাহ্ণ

সিলেট নগরী থেকে পলাতক আসামি গ্রেফতার করেছে র‌্যাব-৯
apps

গতকাল ৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপি কোতয়ালী থানা এলাকায় আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির কোতয়ালী থানাধীন আম্বরখানা (মাজার গেইট) এর সামনে থেকে সিআর- ৫২/২০১৮ (বড়), ১৯২৭ সনের বন আইনের ৪২ ধারা এর ০২ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- রাজা মিয়া (৪০), পিতা- মৃত আব্দুল মালেক, সাং- দনিভাগ, থানা- বড়লেখা, জেলা- মৌলভীবাজার। গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com