সিলেট নগরী থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সোমবার, ০৬ জানুয়ারি ২০২০ | ১:০৪ অপরাহ্ণ

সিলেট নগরী থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯
apps

গতকাল ৫ জানুয়ারি রাত ১০টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম এর নেতৃত্বে এসএমপির কোতয়ালী থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে।

অভিযানে এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন মহাজন পট্টির কাস্টঘরের নতুন বিল্ডিং এর তৃতীয় তলার পিছনের পাশের ৩নং রুমের ভিতর থেকে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এবং মাদক বিক্রয়লব্ধ ৪৩০০/ (চার হাজার তিনশ) টাকাসহ ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- সোহেল আহাম্মদ সেলিম (৩০), পিতা- শাহ্জাহান বাদশা, সাং- ডিবির হাওর থানা- জৈন্তাপুর, জেলাঃ সিলেট, বর্তমানে সাং- কাস্টঘর নতুন বিল্ডিয়ের তয় তলা, শঙ্কর লালের ঘর, রুম নং- ০৩, থানা- কোতয়ালী, এসএমপি সিলেট ।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Development by: webnewsdesign.com