সিলেট নগরীতে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

শনিবার, ১১ জুন ২০২২ | ৯:০৯ অপরাহ্ণ

সিলেট নগরীতে তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
apps

সিলেট নগরীতে বাস্তবায়িত হয়েছে তিনটি উন্নয়ন প্রকল্প। ২৫ কোটি ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পগুলো শনিবার উদ্বোধন হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মিলে প্রকল্পগুলো উদ্বোধন করেন।

প্রকল্পগুলো হচ্ছে- নগরীর ধোপাদিঘি সংস্কার ও সৌন্দর্যবর্ধন, কাষ্টঘরে সুইপার কলোনি নির্মাণ ও চারাদিঘিরপাড় স্কুলের ৬ তলা ভবন নির্মাণ। তিন প্রকল্পে সিটি কর্পোরেশনের মাধ্যমে ভারত সরকার অর্থায়ন করে ২৫ কোটি টাকা। এর মধ্যে ধোপাদিঘি প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ২১ কোটি টাকা।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর অভ্যন্তরে প্রায় ৬ একর জায়গার উপর ধোপাদিঘির অবস্থান। দীর্ঘদিন ধরে দিঘিটি দখল হয়ে যাচ্ছিল। দিঘি সংস্কার এবং চারদিকে ওয়াকওয়ে, রেলিং ও লাইটপোস্ট বসানোর মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজে অর্থায়ন করে ভারত সরকার। ২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ ২০২০ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও করোনার প্রকোপের কারণে প্রকল্পের মেয়াদ বাড়াতে হয়।

এছাড়া নগরীর কাষ্টঘরের সুইপাররা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন। তাদের জন্য ভারত সরকারের অর্থায়নে একটি বহুতল আবাসিক ভবন নির্মাণ করা হয়। সেখানে প্রায় ৫০টি পরিবারের আবাসনের ব্যবস্থা হয়েছে বলে জানান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এছাড়া নগরীর চারাদিঘিরপাড় মজলিস আমিন স্কুলে একটি ৬তলা ভবন নির্মাণ করা হয় ভারতের অর্থায়নে।

কাশমির রেজা ও ফাতেমা রশিদ সাবা’র উপস্থাপনায় প্রকল্প তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

Development by: webnewsdesign.com