সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানায় নতুন অফিসার ইনচার্জ ও অফিসার ইনচার্জ (তদন্ত) পদায়ন করা হয়েছে। বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুই কর্মকর্তার পদায়নের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের।
নতুন ওসির নাম- কামরুল হাসান তালুকদার। তিনি আগে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আর ওসি (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে সুমন কুমার চৌধুরীকে। তিনি সম্প্রতি এসএমপি সিলেটে যোগদান করেছিলেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনাতে কোতোয়ালি মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ ও দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলামসহ ১১ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।
Development by: webnewsdesign.com