সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা-গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাধা (৩৫)। সে নগরীর কাষ্টঘর সুইপার কলোনীর মৃত কালাখানের স্ত্রী।
র্যাব জানায়, শুক্রবার রাত পৌনে ৮ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা এবং এএসপি ওবাইন এর নেতৃতে কোতোয়ালী থানার কাষ্টঘর সুইপার কলোনীতে অভিযানর পরিচালনা করে ৮১৫ পিস ইয়াবা ও ৭০০ গ্রামগাজাঁজব্দসহ মাদক ব্যবসায়ী রাধাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬
Development by: webnewsdesign.com