সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 

রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ | ৬:৩৩ অপরাহ্ণ

সিলেট-তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪ 
apps

সিলেট তামাবিল মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূ্ত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৩টায় সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলার দরবস্ত খড়িকাপুঞ্জী এলাকায় জাফলং থেকে ছেড়ে যাওয়া পাথর বোঝাই ট্রাক ও চিকনাগুল থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সায় মুখামুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলেই সিএনজি যাত্রী বাস মিনিবাস চালক সমিতি (রেজীনং বি-১৪১৮) চিকনাগুল উপ-কমিটির সভাপতি পদপ্রার্থী চিকনাগুল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল গফফার ঘটনাস্থলে নিহত হয়। এঘটনায় আরও ৩জন গুরুত্বর আহত হয়েছে। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

এঘটনায় পরপর স্থানীয় বাসিন্ধারা এগিয়ে এসে দূর্ঘটনার কবল থেকে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অপরদিক ঘটনার সুষ্ট বিচার ঘাতক ট্রাক আটকের দাবিতে সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।

এসময় মহাসড়কে নাম্বার বিহীন টোকন চালিত সিএনজি অটো রিক্সা চলাচল বন্ধেরও দাবী জানান। সড়ক অবরোধের ফলে রাস্তার উভয় পাশে যাত্রীবাহি বাস মাইক্রোবাস সিএনজি আটকে পড়ায় অসহনীয় গড়মে যাত্রীরা দূর্ভোগে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে রাস্তার অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনার সংবাদ পেয়ে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দূর্ঘটনায় ১ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌঁছে এলাকার গন্যমান্যদের নিয়ে রাস্তার অবরোধ তুলে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Development by: webnewsdesign.com