নগরীর ঝর্ণারপাড় থেকে র্যাব ৭৯৫ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৯) দুপুরে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে র্যাব-৯ এর কমান্ডার মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের সমন্বয়ে গঠিত র্যাবের একটি দল এ অভিযান চালায় র্যাব। ইয়াবা উদ্ধারের ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝর্ণারপাড় এলাকার মৃত মাখন মিয়ার ছেলে ইমন (৪০) ও একই এলাকার আমিরুল ইসলামের ছেলে আফজাল (৪৮)।বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন।
Development by: webnewsdesign.com