সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম কে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জজ কোর্টের এপিপি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহজাহান চৌধুরী প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন,পুলিশ পরিবারের গর্ব, সত্য ও ন্যায়ের অহংকার সিলেটের এস পি জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। শাহজালালের পুণ্যভূমি সিলেটে কতিপয় বখাটে নষ্ট কুলাঙার পুলিশ সদস্যের নির্মম নির্যাতনে রায়হান হত্যা হওয়ায় সমস্ত সিলেট বাসী পুলিশ বাহিনীর উপর সম্পূর্ণ ক্ষুব্ধ ও আস্হাহীন ছিল ।চৌকস, মেধাবী, দক্ষ ও সততার মূর্তমান প্রতীক সিলেটের স্বনামধন্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সর্বাধিক আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়া কে অত্যন্ত কৌশলে বিদেশ থেকে এনে গ্রেফতার করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে পুলিশ বাহিনীর সুনাম ও আস্থা ফিরিয়ে আনায়, পুলিশ পরিবারের সদস্য হিসেবে তিনি প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
তিনি আরো বলেন,বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব ও অহংকার। তবে পুলিশের কিছু লোকের অন্যায় অসদাচারণ, অপরিনামদর্শীতা ও ঘুষ দুর্নীতির কারণে পুলিশের সুনাম, গর্ব ও অহংকার যথেষ্ট সমালোচিত।
ঘুষ দুর্নীতির সাথে পুলিশকে জড়ানো হলেও আজ বেসামাল ঘুষ দুর্নীতির প্রেক্ষাপটে পুলিশের সুনাম কে ম্লান করে অন্যদিকে ধাবিত হচ্ছে। যেখানে প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অন্যান্য বিভাগ ও সংস্থার শত শত, হাজার হাজার কোটি টাকার সীমাহীন ঘুষ, দুর্নীতি চোখে পড়ে থাকে। যে উদাহরণের শেষ নেই।
পুলিশ বিভাগসহ অন্যান্য পর্ষদে নিষ্ঠাবান, আদর্শবান, ন্যায় পরায়ন, ঘুষ দুর্নীতি মুক্ত জনবান্ধব হিসেবে অগনিত ব্যক্তি রয়েছে। তাদের আচরণ দেখে এমনিতেই তাদের প্রতি মানুষের শ্রদ্ধার কমতি থাকে না। কিন্তু কিছু লোক চেয়ারে বসে নিজেকে রাজা, মহারাজা মনে করে থাকে। এদের কোনো আদর্শ নেই, দর্শন নেই। জনগণের ঘামের অর্থে তাদের বেতন আসে তাহাও ভুলে যায়। ওরা মানুষকে সম্মান দিতে জানেনা। তিনি তার সুন্দর আগামীর জন্য শুভ কামনা জানান।
Development by: webnewsdesign.com