সিলেট জেলা পুলিশের রিক্রিয়েশন সেন্টার উদ্ভোধন করেন এসপি ফরিদ উদ্দিন

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | ৫:৫৪ অপরাহ্ণ

সিলেট জেলা পুলিশের রিক্রিয়েশন সেন্টার উদ্ভোধন করেন এসপি ফরিদ উদ্দিন
apps

সিলেট জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্টিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল এগারোটায় শহীদ এসপি শামছুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলা পুলিশের অফিসার ফোর্সের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো: মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) নজরুল ইসলাম পিপিএম, সহকারী পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) মো: আব্দুল করিম সহ সকল থানার অফিসার ইনচার্জ।

 

পরে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম গত জুলাই মাসের কল্যাণ সভার প্রস্তাবের প্রেক্ষিতে পুলিশ লাইন্সে রিক্রিয়েশন সেন্টার উদ্ভোধন করেন। যাতে কম্পিউটার ল্যাব এবং আধুনিক জিমনেশিয়াম সহ বিনোদন কক্ষ রয়েছে।

এদিকে বিকাল তিনটায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। এতে পুলিশ সুপার জেলার আইন শৃংখলা স্বাভাবিক রাখা সহ জনগনের জান-মাল রক্ষার্থে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সকল অফিসারদের দিক নির্দেশনা প্রদান করেন।

Development by: webnewsdesign.com