সিলেট মেট্রোপলিটন পুলিশ এর জালালাবাদ থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে-২০২০ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপির কমিশনার মো. নিশারুল আরিফ।
পুলিশ কমিশনার জানান, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক ও জুয়া খেলার মত অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে সকলের সহযোগিতা ও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) মোঃ শাহরিয়ার আল মামুন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (জালালাবাদ থানা) নির্মলেন্দু চক্রবর্তী, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মো. আশফাক আহমদ প্রমুখ। সভায় প্রতি মাসে জালালাবাদ থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়।
Development by: webnewsdesign.com