হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে বুধবার (২৯ অক্টোবর) আদালত নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই বলে নির্দেশ দেন। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ১লা নভেম্বরই অনুষ্ঠিত হবে। চেম্বারের পরিচালক পদপ্রার্থী ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পূর্বনির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।হাইকোর্ট সূত্রে জানা গেছে, নির্বাচন স্থগিতের নির্দেশের বিরুদ্ধে কামরুল হামিদ ও অন্যান্যরা সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় রিট আবেদন (নং ১৭৬২৩/২০২৫) দায়ের করেন।
রিটটি দাখিল করেন তাঁদের আইনজীবী অ্যাডভোকেট মো. ইসমাইল হোসেন।২৮ অক্টোবর রিটটি হাইকোর্টের কোর্ট নম্বর ১২-তে উত্থাপিত হয়।এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাচন স্থগিত করা হলে, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সোমবার (২৭ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল ও স্মারকলিপি প্রদান করে স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানায়।
নেতৃবৃন্দ তখন জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে করা অভিযোগ প্রত্যাহার করা হলে নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আদালতের নির্দেশে নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়।উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা গত ২৬ অক্টোবর এক চিঠিতে নির্বাচন স্থগিতের নির্দেশ দেয়। তালিকা যাচাই-বাছাইয়ের বিষয়টি উল্লেখ করে পুনঃতফসিলের পর নতুন তারিখ নির্ধারণের কথা বলা হয়েছিল।
নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Development by: webnewsdesign.com