সিলেট এমসি কলেজছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর

বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | ১:৩৭ অপরাহ্ণ

সিলেট এমসি কলেজছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ৭ আসামির রিমান্ড মঞ্জুর
apps

সিলেটে এমসি কলেজের এক ছাত্র অপহরণ ও হত্যা চেষ্টা মামলার ৭ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিনা সুলতানা নীলা আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আকমল আলী।

মামলার আসামিরা হচ্ছেন, মুহিবুর রহমান (৩৫), আনিসুর রহমান (৩০), সোবহান মিয়া (৬৫), রফিকুল ইসলাম মোড়ল (৪৫), আব্দুল খালিক (৪৫), আব্দুর রহিম বাবু (৫০) ও সিরাজুল ইসলাম সিরাই (৪৫)।

বাদীপক্ষের আইনজীবী আকমল আলী জানান, ৭ আসামির ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ২ দিনের মঞ্জুর করেন।

পুলিশ জানায়, পূর্ব বিরোধের জের ধরে সিলেট এমসি কলেজের বিএসএস ১ম বর্ষের ছাত্র সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের বড়ফৌদ গ্রামের ফয়জুল হকের ছেলে নজির আহমদ মোজাহিদকে (২৪) অপহরণ করে হত্যা চেষ্টা চালায় প্রতিপক্ষ। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলা দায়ের হলে গত বৃহস্পতিবার আদালতে হাজির হন আসামিরা। বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

Development by: webnewsdesign.com