সিলেটে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১ | ২:৪৮ অপরাহ্ণ

সিলেটে ৬১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেট থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। বুধবার (১৮ আগষ্ট) বিকেলে নগরীর কাষ্টঘর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন দাস (২২) এয়ারপোর্ট থানার বাদাম বাগিচা চৌকিদিঘীর মৃত ময়না মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, বুধবার বিকেল সোয়া ৫ টার দিকে সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন কাস্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৬১৫ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন দাসকে গ্রেফতার করে।

পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) ও ১৯ (ক) ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামতসমূহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৯

Development by: webnewsdesign.com