সিলেট নগরীতে ২টি রেস্টুরেন্টকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোতোয়ালী থানা এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করা হয়।
র্যাব জানায়, মঙ্গলবার দুপুর ১২টা হতে বিকেল ৪টা পর্যন্ত র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন, এবং শ্যামল পুরকায়স্থ,সহকারী পরিচালক (মট্রো), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেট এর নেতৃত্বে এসএমপি কোতোয়ালী থানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
এসময় টাইটানিক রেস্টুরেন্ট’কে ২০ হাজার টাকা ও আলমারজান রেস্টুরেন্ট’কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাকৃত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৭
Development by: webnewsdesign.com