সিলেটে ২৫৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোমবার, ২৬ জুলাই ২০২১ | ৫:০৬ অপরাহ্ণ

সিলেটে ২৫৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেট থেকে ২৫৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। রবিবার (২৫ জুলাই) রাতে গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের গোলাপগঞ্জ থানার কদমরসুল গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র আব্দুল কাসেম (৩২) ও একই এলাকার মৃত শেখ ইয়াকুবের পুত্র শেখ ইউসুফ (৭০)।

র‌্যাব জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল এ্যাডিঃএসপি মোঃ সামিউল আলম এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে কদমরসুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে ২৫৪ ইয়াবা পিস, নগদ ৮৬০ টাকা, মোবাইল ২টি, সীমকার্ড ২টি, মানিব্যাগ ১টি এবং টর্চলাইট ১টি জব্দসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাসেম ও শেখ ইউসুফকে গ্রেফতার করে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন; ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক)/ ৪১ ধারায় মামলা দায়ের পূর্বক আসামীদ্বয় ও জব্দকৃত আলামতসহ সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি সোমেন মজুমদার জানিয়েছেন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৬

Development by: webnewsdesign.com