সিলেটে ২২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | ৬:২৩ অপরাহ্ণ

সিলেটে ২২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা থেকে ২২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। শুক্রবার (৫ ফেব্রুয়ারী) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জকিগঞ্জ থানার উত্তর আইবর মুন্সিপাড়ার সোহাগ মিয়ার পুত্র শাহিন আহমেদ (২৫), একই গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র মো: শাহেদুজ্জামান (৩২) ও একই থানার কসকর্নপর বিয়াবাইলের ফারুক মিয়ার পুত্র মাছুম আহমেদ (২২)।

র‌্যাব জানায়, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে এসএমপি সিলেট এর মোগলাবাজার থানার গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শাহিন আহমেদ, মো: শাহেদুজ্জামান ও মাছুম আহমেদকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

 

বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০৬

Development by: webnewsdesign.com