সিলেটে ২২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শনিবার, ১০ জুলাই ২০২১ | ৩:৫৪ অপরাহ্ণ

সিলেটে ২২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
apps

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২২৫ পিস ইয়াবাসহ ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মেজর মো. মঈনুল ইসলাম ও এএসপি সোমেন মজুমদারের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বন্দরবাজারস্থ মহাজন পট্টির প্রবেশমুখ থেকে তাদের আটক করে।

আটক দুই মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লার লাকসাম উপজেলার হিরোবাইন গ্রামের (বর্তমানে কানিশাইল, মজুমদারপাড়া) আব্দুল রহমানের ছেলে মো. ইকবাল হোসেন (২৪) ও একই উপজেলার আমদুয়ার কাজিবাড়ী গ্রামের (বর্তমানে লালাদিঘীরপাড়, সিলেট) মো. আবুল হোসেনের ছেলে মো. নাসির হোসেন (২২)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক দুজনকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সিনিয়র এএসপি ওবাইন।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১০

Development by: webnewsdesign.com