সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুলাউড়া ষ্টেশনের মাস্টার মুহিবুর রহমান তথ্য নিশ্চিত করেছে জানিয়েছেন, সিলেটের পথে আসা জ্বালানী তেল বহনকারী একটি ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এটিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত সপ্তাহে সিলেটের ফেঞ্চুগঞ্জে তেলবাহী ওয়াগনের ৭টি বগী লাইনচ্যুত হয়। তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় ২৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
বাংলাদেশ মিডিয়া/এসআরসি-১৩
Development by: webnewsdesign.com