সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গতকাল রোববার র্যাবের মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ন রশিদ চত্তর ফুলকলী মিষ্টির দোকানের সামনে তাকে গ্রেফতার করা হয়। কোতয়ালী থানার মামলা (নং- ৫৮, তারিখ ২৫/০৯/১৯ দায়রা-২১৭/২০২০)। গ্রেফতারকৃত আসাামি দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বালুর মাঠ মোঃ সাত্তার মিয়ার পূত্র মোঃ নয়ন আহমেদ (২২)। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ জেলার তাহিরপুর থেকে ২০৩ পিস ইয়াবাসহ আকরাম হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রোববার বিকালে লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে উপজেলার মাহারাম গ্রাম থেকে তাকে আটক করে। আতক যুবক উপজেলার রাজাই গ্রামের আব্দুল বারেকের ছেলে। উদ্ধারকৃত আলামতসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান।
অপর দিকে, সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব। তার নাম আহমেদ সালেহ তাবিব (১৮)। গত রোববার রাত ১২টা ১০ মিনিটে জেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব-৯ সিপিএসসি-৩ এর এক বার্তায় জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অপরাধে সদর এলাকায় অভিযান চালিয়ে তাবিবকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিজ্ঞাপনের ১১টি স্ক্রিনশট, মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
জানা গেছে, তাবিব দীর্ঘদিন ধরে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করতে ফেসবুকের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে আসছেন। সে কিছু ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনও করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Development by: webnewsdesign.com