সিলেটে র্যাবের অভিযানে কানাইঘাটে পরিত্যক্ত এয়ারগান ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে র্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার কদম ১নং খন্ড, ২নং লক্ষিপ্রসাদ গ্রামের শরিফুল ইসলামের বাড়ির সামনে থেকে পরিত্যক্ত এ এয়ারগানটি উদ্ধার করে। এসময় ১২০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Development by: webnewsdesign.com