সিলেটে র‌্যাবের অভিযানে আটক ৪

শনিবার, ১৪ নভেম্বর ২০২০ | ৮:১৫ অপরাহ্ণ

সিলেটে র‌্যাবের অভিযানে আটক ৪
apps

শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মেহেরপুর বাজারে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী দুদু মিয়া @ বুদু মেম্বার (৬০)’কে আটক করেন র‌্যাব। আসামী দুদু মিয়া @ বুদু মেম্বার সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মেহেরপুর এলাকার মৃত হাজী তজমুল আলী’র ছেলে। পরবর্তীতে র‌্যাব গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

এদিকে, এসএমপি সিলেট এর দক্ষিণ সুরমা থানাধীন দক্ষিণ খোজারখলা গ্রামস্থ শেখ লাকি মিয়ার মালিকানাধী নলাকি ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন গোবিন্দপুর এলাকার মোঃ দুলাল মিয়া’র ছেলে মোঃ মঈনুল মিয়া (২৫) এবং সিলেট গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন কালিয়াবর এলাকার মৃত মিলন মিয়া’র ছেলে মোঃ হিরা মিয়া(৩৮)। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির দক্ষিণ সুরমা থানায় প্রেরণ করা হয়।

অপরদিকে, এসএমপি সিলেট এর শাহপরাণ থানাধীন টিলাগড় এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লাহ জেলার কোতয়ালী মডেল থানার মামলা নং-১৮/৬৬৬, তারিখ ১৪/১১/২০২০ খ্রীঃ ধারা-৭/৮/৩০, ২০০০ সালের নারী ও শিশু-নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ নারী ও শিশু-নির্যাতন দমন মামলার এজহারনামীয় প্রধান পলাতক আসামী দেলোয়ার হোসেন (৩২)’কে আটক করেন র‌্যাব-৯। আটককৃত আসামী সিলেট জেলার এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার ইউসুফ আলী’র ছেলে। পরে আসামীকে র‌্যাব কুমিল্লা জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করে।

বিষয়গুলো বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

Development by: webnewsdesign.com