শনিবার (২৪ অক্টোবর) ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাধীন বন্দর বাজার কাষ্টঘর মায়ার হোটেলের গলিতে মেসার্স বাবুল স্টোর এর পাশে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদ জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর (৩৫)’কে আটক করেন র্যাব-৯। আসামী সিলেট জেলার বালাগঞ্জ থানাধীন বালাগঞ্জ এলাকার মৃত খালিক মিয়া’র ছেলে। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন রানীর কোর্ট বাজারস্থ একতা শপিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে (১) মোঃ দুলাল মিয়া (২৬), পিতা- মৃত আনোয়ার হোসেন, সাং- গোড়ারুক, পোঃ- গোছাপাড়া, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ ও (২) মোঃ রফিক মিয়া (২২), পিতা- মৃত মোঃ বরজু মিয়া, সাং- গাদ্দীশাল, পোঃ- গোছাপাড়া, থানা- চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ’কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ৮ কেজি গাঁজা জব্দ করেন র্যাব-৯।
অপরদিকে, এসএমপি সিলেট এর কোতয়ালী থানাধীন কুয়ারপাড় পয়েন্টস্থ আনোয়ার রেষ্টুরেন্টের ভিতর অভিযান পরিচালনা করে যথাক্রমে ১। মোঃ বাহার (২৭), পিতাঃ মোঃ জয়নাল হোসেন, সাং- ফুলপুর, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার (এ/পি- বাসা নং ১০, লালাদিঘীরপাড়, কোতয়ালী, এসএমপি সিলেট), ২। মোঃ সুলতান (২৯), পিতাঃ মৃত রাখেদ মিয়া, সাং- ঝিনারপুর সদরঘাট, থানাঃ নবীগঞ্জ, জেলাঃ হবিগঞ্জ (এ/পি- বাসা নং ৩৩, লালাদিঘীরপাড়, কোতোয়ালী, এসএমপি সিলেট), ৩। মোঃ ফয়েজ (৩৫), পিতাঃ মৃত ফজল মিয়া, সাং- আফজালপুর, থানাঃ মৌলভীবাজার সদর, জেলাঃ মৌলভীবাজার (এ/পি- বাসা নং ১০/১ লালাদিঘীরপাড়, কোতোয়ালী, এসএমপি সিলেট), ৪। মোঃ সুমন মিয়া(২৮), পিতাঃ মোঃ আবুল কাশেম, সাং- শাবের পুস্কুনীরপাড়, থানাঃ দেবীদ্বার, জেলাঃ কুমিল্লা (এ/পি- বাসা নং ৭৩, লালাদিঘীর পশ্চিমপাড়, কোতোয়ালী, এসএমপি সিলেট), ৫। সাইফুর রহমান(২৯), পিতাঃ শাহাবুদ্দিন, সাং- বরুণা, থানাঃ শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার (এ/পি- ১০/১, লালাদিঘীরপাড়, কোতোয়ালী, এসএমপি সিলেট), ৬। মোঃ রুমন (২৭), পিতাঃ মৃত অর্জুন মিয়া, সাং- বাসা নং ২৬, লালাদিঘীরপাড়, কোতোয়ালী, এসএমপি সিলেট‘দের গ্রেফতার করা হয় এবং তাদের থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ৫,৮২০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে র্যাব জুয়া আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
Development by: webnewsdesign.com