বুধবার (২১ অক্টোরব) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন মধ্য দেওরগাছসাকিনস্থ চুনারুঘাট ৩৩/১১ কেভি ২০ এমভি এ উপকেন্দ্র হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি (সাব-স্টেশন) এর সামনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান আতশবাজি জব্দসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন মধ্য দেওরগাছ এলাকার মৃত আব্দুল হক’র ছেলে ব্যাবসায়ী মোঃ আব্দুল ওয়াহাব(৬৫)’কে আটক করেন র্যাব-৯। পরে এই ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করে।
এদিকে, সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ পথে বাংলাদেশে আনা ভারতীয় পণ্য জব্দসহ চোরাকারবারি মোঃ সুমন (২০)’কে আটক করেন র্যাব-৯। আসামী সুমন সুনামগঞ্জ জেলার সদর থানাধীন নারায়নতলা (খাসপাড়া) এলাকার আলী আসাদ’র ছেলে। গ্রেফতারকৃত আসামীকে পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
অপরদিকে, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন কাশিপুর গ্রামস্থ বিরেন্দ্র শীলের বাড়ির দক্ষিণ পার্শে অভিযান পরিচালনা করে ৫৭ বোতল বিদেশী মদ জব্দসহ সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন কাইতকোনা এলাকার মোঃ সুরুজ আলী’র ছেলে মাদক ব্যাবসায়ী মোঃ আনোয়ার হোসেন (৩৫)’কে গ্রেফতার করে র্যাব-৯। এই ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করে।
অন্যদিকে, এসএমপি সিলেট এর মোগলাবাজার থানাধীন কুচাই চারমাইলসাকিনস্থ মুহিব কনভেনশন হল এর সামনে অভিযান পরিচালনা করে ৭৭৫ পিস ইয়াবা জব্দসহ ইয়াবা ব্যাবসায়ী মোঃ আবুল হোসেন (৫২)’কে আটক করে র্যাব-৯। আসামী সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পশ্চিমবাগ আ/এ এলাকার মৃত ইজ্জদ মিয়া’র ছেলে। পরবর্তীতে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেট এর মোগলাবাজার থানায় হস্তান্তর করে এবং সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজার সংলগ্ন কাপনানদী ব্রীজের দক্ষিণ পার্শে রায়হান এন্টারপ্রাইজ নামক সিমেন্টের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ পথে বাংলাদেশে আনা ভারতীয় পণ্য জব্দসহ ২ চোরাকারবারি’কে আটক করেন র্যাব-৯। আসামীদ্বয় হলেন টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন সখিপুর এলাকার ৮নং ওয়ার্ডের (বর্তমান সাংঃ কমলাবাড়ি, থানাঃ জৈন্তাপুর, জেলাঃ সিলেট) মৃত দরবেশ আলী’র ছেলে মোঃ জুরন আলী (৩৫) ও সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ঘিলরতল কদমখাল এলাকার মোঃ আব্দুল কুদ্দুস’র ছেলে মোঃ ইদ্রিস মিয়া(৩৭)। গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
এছাড়া, এসএমপি সিলেট এর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২/৪৩/৫৩ ধারা মোতাবেক ব্যবস্থা ভঙ্গ করার অপরাধে ১। দিলিস্ক দরবার চাইনিজ’কে ২০,০০০/- টাকা, ২। সিআর এ ভি ই’কে ২০,০০০/- টাকা, ৩। ইন্ডিয়ান কিচেন’কে ২০,০০০/- টাকা, ৪। লা মেনসা’কে ৫,০০০/- টাকা করে সর্বমোট ৬৫,০০০/-(পয়ষট্টি হাজার) টাকা জরিমানা প্রদান করে এবং সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন ভমবমি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২/৪৩/৫৩ ধারা মোতাবেক ব্যবস্থা ভঙ্গ করার অপরাধে ১। তালহা স্টোর’কে ২,০০০/- টাকা , ২। তিন্নি ভ্যারাইটিস স্টোর’কে ৬,০০০/- টাকা , ৩। মিসবাহ ফার্মেসী’কে ১৫,০০০/- টাকা, ৪। ভাই ভাই স্টোর’কে ৪,০০০/- টাকা, ৫। আব্দুর নূর স্টোর’ কে ৫০০/- টাকাসহ সর্বমোট ২৭,৫০০/- (সাতাশ হাজার পাচঁশত) টাকা জরিমানা প্রদান করে।
বিষয়গুলো দৈনিক বাংলাদেশ মিডিয়া’কে নিশ্চিত করেছেন সিলেট র্যাবের মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
Development by: webnewsdesign.com